প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মধুপুরের ব্রাহ্মনবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আরিফ (২৩) ও আয়নালের ছেলে মো. রুবেল (২৩)।
মামলা সূত্রে জানা যায়, এক গৃহবধূ গত ৪ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মনবাড়ী এলাকায় তার সাবেক প্রেমিকের সাথে দেখা করতে যান। ওই সময় আরিফ ও রুবেল টের পেয়ে প্রেমিককে বেঁধে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ পিপিএম ভোরে আসামিদের গ্রেপ্তার করে।
পরে সকালে আসামিদের আদালতে পাঠানো হয়। আদালত দুপুরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়াও ভিকটিম ওই গৃহবধূর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।