1:51 am, December 24, 2024

টাঙ্গাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং ডিপ্লোমাধারী ১০ম গ্রেডে উন্নতির দাবীতে স্বারক লিপি

প্রবাহ ডেস্ক :

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমাধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছেন জেলায় কর্মরতরা।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন।

এ সময় তারা বলেন, ৪বছর বছর মেয়াদি সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীগন দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। ১৯৯৪ সালে জন প্রশাসন মন্ত্রনালয়ে ১৬৪ নং প্রজ্ঞাপনে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সকল ডিপ্লোমাধারীগন ৩৮টি ডিপ্লোমাদারীর মধ্যে সার্ভেয়িং ১টি। যা গেজেটে ২য় শ্রেনীর পদ মর্যাদায় ১০ম গ্রেডে প্রদান করা হয়েছে।

কিন্তু সকল ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বাস্তবায়ন হলেও শুধু মাত্র বৈষম্যের শিকার হয়েছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগন। এই বৈষম্য দূরীকরনে এবং প্রজ্ঞাপন ও জন প্রশান মন্ত্রনালয় বাস্তবায়ন করতে এক যোগে সারাদেশের সার্ভে প্রকৌশলী ডিপ্লোমাধারীগন নিজ নিজ জেলার জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রধান করেছেন। দ্রুত সময়ের মধ্যে দাবী আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কামরুল আলম, রফিকুল ইসলাম (সাবেক) যুগ্ম সম্পাদক, সার্ভেয়ার ওমর ফারুক উপজেলা ভূমি অফিস ঘাটাইল, টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল হোসেন, জাকিরুল আলম।

জহিরুল ইসলাম টাঙ্গাইল পানি উন্নয় বোর্ডের সার্ভেয়ার, মোশারফ হোসেন এলজিইডি মধুপুরের সার্ভেয়ারসহ জেলা উপজেলায় কর্মরত ডিপ্লোমাধারীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img