2:30 am, December 24, 2024

আলোকিত কালিহাতী’র বিনামূল্যে গাছ বিতরণ অব্যাহত

প্রবাহ ডেস্ক :

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আলোকিত কালিহাতী’ সংগঠনের উদ্যোগে উপজেলার নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ এবং বড় ইছাপুর দারুস সালাম কওমী মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিতি ছিলেন, আলোকিত কালিহাতী’র সাধারণ সম্পাদক ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিব, নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক সুবীর কৃষ্ণ তালুকদার, প্রভাষক মোতালেব হোসেন, জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক জহুরুল ইসলাম, সংবাদের কালিহাতী প্রতিনিধি শরিফুল ইসলাম মাহফুজ, দৈনিক নয়া শতাব্দীর কালিহাতী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নারান্দিয়া স্কুল এন্ড কলেজের অফিস প্রধান সহকারী লিয়াকত হোসেন, বড় ইছাপুর দারুস সালাম কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মেরাজুল ইসলাম ও বায়েজিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমের সামনে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলোকিত কালিহাতীর সভাপতি মো. আব্দুল আলীম। 

প্রতি বছর আলোকিত কালিহাতী সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img