1:32 am, December 24, 2024

মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপু‌র উপজেলায় মোটরসাইকেল‌যোগে বাসায় ফেরার প‌থে অজ্ঞাত প‌রিবহনের ধাক্কায় স্ত্রী নিহত হ‌য়ে‌ছে।

এ ঘটনায় স্বামী গুরুত্বর আহত হওয়ায় তা‌কে কুমু‌দিনী মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৭ সে‌প্টেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে এই ঘটনা ঘ‌টে।  

নিহত শিউলি আক্তার (৪৫) চাঁদপুর জেলার শরিফুল ইসলা‌মের স্ত্রী এবং মির্জাপু‌রের স্কয়ার ফার্মা‌সিউটিক‌্যাল লি‌মি‌ডে‌টের প্রোডাক্টসন বিভা‌গের সহকা‌রী টিম লিডার হি‌সেবে কর্মরত। আহত স্বামী শ‌রিফুল ওই কোম্পানীর ইঞ্জি‌নিয়ারিং বিভা‌গে কর্মরত রয়েছেন। 

মির্জাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রা‌তে তারা স্বামী-স্ত্রী কর্মস্থল থে‌কে মোটরসাইকেল‌যো‌গে বাসায় যা‌চ্ছি‌লেন। এসময় মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে অজ্ঞাত প‌রিবহন মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই শিউলি মারা যায়।

এতে গুরুত্বর আহত হয় তার স্বামী। তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img