9:15 am, December 24, 2024

ঝোপে পাওয়া গেল থানার লুট হওয়া অস্ত্র

প্রবাহ ডেস্ক :

জয়পুরহাটের তাঁতীপাড়া চুনাপাথর প্রকল্প এলাকার মাঠের একটি ঝোপ থেকে থানায় লুট হওয়া চায়না পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরে সবুজনগর এলাকা থেকে চায়না রাইফেলের ব্ল্যাঙ্ক কার্তুজ, শর্টগানের রাবার কার্তুজ, লিড বল কার্তুজ, বডি অন ক্যামেরা ও হ্যান্ডক্যাপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্র থানা থেকে লুট করা হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট থানায় অগ্নিসংযোগ করার পর অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য মালামাল লুটপাট করা হয়। উদ্ধার হওয়া সব কিছু থানার সরকারি জিনিস।

তার মধ্যে উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img