1:35 am, December 24, 2024

মির্জাপুরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি :

তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন গণঅধিকার পরিষদ।

মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল তাজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।

তোফাজ্জল হোসেন বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা অর্জনের লড়াই শেষ হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষার লড়াই আজীবন চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণঅধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভিপি নূরদের বাংলাদেশ।

নতুন এই স্বাধীন বাংলাদেশে কোনো ভোটডাকাতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, অনিয়ম-দুর্নীতি, অর্থপাচার মেনে নেওয়া হবে না, অন্যায় আমরা নিজেরাও করবো না, কোনো অন্যায় আমরা বরদাস্তও করবো না।

তিনি আরোও বলেন, জাতীয় নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা প্রার্থীরা রাজনীতিকে ব্যবসায় রুপান্তরিত করেছে, নির্বাচনে প্রার্থী হয়ে টাকা বিনিয়োগ করে বিজয়ী হয়ে তার শতগুণ টাকা লোপাট করার পরিকল্পনা করে, এদেরকে বর্জন করতে হবে।

পরিশেষে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক: মশিউর রহমান, এড. সুজন মিয়া, যুগ্ম সদস্য সচিব: শামীমুর রহমান সাগর, এইচএম সজীব, মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোনালি আক্তার, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত খান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ খান প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img