2:23 am, December 24, 2024

কালিহাতীতে সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে আগুন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ব্যবসায়িক অফিসে হামলার পর তার গাড়িতেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ সময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হামলাকারিদের ভয়ে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছেন। শনিবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস কক্ষে হামলা চালায় এবং বাইরে থাকা হযরত তালুকদারের হাইজ মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে। এর আগে এদিন সকালেও হযরত আলী তালুকদারের বালুর ঘাটে দুর্বৃত্তরা হামলা চালায়। 

হযরত আলী তালুকদার দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা বাবুল তালুকদারের নেতৃত্বে এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভ‚ঞা ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে বলে জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img