1:12 am, December 24, 2024

মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধূর মৃত্যু

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের অজুফা বেগম (৩৫) এবং গোড়াই ইউনিয়নের গোড়াই লালবাড়ি গ্রামের দিপালি রানী (৩৬)।

এদের মধ্যে একজন শুক্রবার (২০ সেপ্টেম্বর) অপরজন শনিবার (২১ সেপ্টেম্বর) মৃত্যু বরণ করেন।

পরিবার এবং হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে অজুফা বেগম খড়ের স্তুপ থেকে গরুর জন্য খড় আনতে গেলে একটি বিষধর সাপে তাকে কামড় দেয়। গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।

অপর দিকে, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে দিপালি রানীকে একটি বিষধর সাপ কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমুদিনী হাসাপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. অনামিকা সাহা বলেন, শারীরিক অবস্থার উন্নিত না হওয়ায় পরে তাদের মৃত্যু হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img