প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বালুরঘাট দখল করাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য বাবুল তালুকদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের দৈবগাতীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সরকার পতনের পর থেকে বালুরঘাট দখল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ পন্থী সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার এবং আওয়ামী লীগ পন্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সঙ্গে বিএনপি পন্থী সাবেক চেয়ারম্যান আলম তালুকদার ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাবুল তালুকদারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জেরে বিকেলে ড্রেজারের পাইপ বসানোকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান হযরত তালুকদার এবং তার তিন ছেলে শহিদুল তালুকদার, ওবায়দুল তালুকদার ও সালাউদ্দিন তালুকদার বাবুল তালুকদারকে পিটিয়ে আহত করে।
বর্তমানে তিনি টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে হযরত তালুকদার লোকজন নিজেরাই নিজেদের গাড়িতে আগুন লাগিয়ে নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন বলে জানান এলাকার স্থানীয়রা ।