প্রবাহ ডেস্ক :
বিএনপির নাম ভাঙিয়ে বা অন্য দলের কেউ চাঁদাবাজি করলে শাস্তির মুখোমুখি হতে হবে। কেউ চাঁদাবাজির সঙ্গে যুক্ত হলে কোনোভাবে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন।
রোববার বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা রাজাবাড়ী লুৎফর রহমান মতিনের নিজ ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
মতিন আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা অক্ষরে-অক্ষরে পালন করতে হবে। জুলুম দখলবাজি, চাঁদাবাজি করবেন না। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জুলুম দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন।
আমাদেরকে সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে কেউ চাঁদাবাজি দখলবাজি করবেন না। এ সব থেকে বিরত থাকতে হবে। ভালো কাজ করে দেখিয়ে দিতে হবে বিএনপির লোকজন অন্যায় মেনে নেয় না। আর যদি কেউ এ সব কাজে জড়িত হোন তাহলে সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাদের ফাঁদে পা দিয়ে কেউ আইন হাতে তুলে নেবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের অর্জন কোনভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিফ হোসেন মোল্লা, ছাত্রদলের নেতা শরীফ মোল্লা ও উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।