2:31 am, December 24, 2024

লুট হওয়া ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

প্রবাহ ডেস্ক :

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সারাদেশের থানাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় থানাগুলো থেকে অস্ত্র গোলাবারুদ লুটপাট করে বিক্ষুদ্ধ জনতা।

এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়।

গত (৩ সেপ্টেম্বর) ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

সর্বশেষ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ২১৬টি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।  

পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর থেকে বুধবার পর্যন্ত অস্ত্র উদ্ধার অভিযানে ২১৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ৬টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে ৪৭ ১টি, গ্যাসগান ২টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ৪টি, এসবিবিএল ৫টি,  এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার- ২টি ও থ্রি-কোয়াটার- ২টি।

এ ছাড়াও অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img