প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি শাহনুর ইসলাম খান।
এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় প্রবীণ হিতৈষী সংষের সাধারণ সম্পাদক তাদের অফিস ঘর মেরামত কাজের জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।
প্রবীণদের সকল সরকারি দপ্তরে সেবা প্রাপ্তির ক্ষেত্রে তাদের বয়োঃবৃদ্ধতা বিবেচনা এনে সহনশীলতা ও সম্মানের সাথে যাতে সেবা প্রদান করা হয়। সরকারি/বেসরকারি হাসপাতালে সেবা প্রদানের ক্ষেত্রে প্রবীণদের যাতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করার দাবি জানান।