2:21 am, December 24, 2024

ভূঞাপুরে সালিশি বৈঠকে এক যুবককে কুপিয়ে হত্যা

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জুয়া খেলার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত যুবকের নাম মুসলিম উদ্দিন। এ হামলায় নিহত মুসলিমের বাবা ও চাচাসহ ৬ জন আহত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় হালিম নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত মুসলিম মাটিকাটা গ্রামের জোয়াহেরের ছেলে।

স্থানীয়রা জানায়, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের ভাগিনার সাথে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলোয়ার একই গ্রামের নয়নের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনায় সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় বাজারে সালিশি বৈঠক বসে।

এ সময় বৈঠককারীরা অনলাইনে জুয়া খেলার বিষয়টি নিয়ে সালিশি বৈঠকে বসলে মুসলিম তাদের এ বিষয়ে বিস্তারিত জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে মুসলিমের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরেও হামলা করে দুর্বৃত্তরা। এতে নিহতের বাবাসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img