প্রবাহ ডেস্ক :
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক’ শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা”এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক রুহুল আমিন শরিফ।
এ সময় বক্তব্য রাখেন, লায়ন নজরুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন, সদর উপজেলা সভাপতি আব্দুলাহ আল মামুন, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।