12:51 am, December 24, 2024

সখীপুরে কুকুরের আক্রমণে ২১ জন আহত

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কুকুরের আক্রমণে ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- শরিফা খাতুন (৪০), আবদুল আলিম (২৮), ইসমত আরা (৩০), জরিনা বেগম (৩৬), হেনা আক্তার (৫২), শফিকুল (৪০), পারুল বেগম (৪০), জুনায়েদ মিয়া (৭), সোহেল (২৫), আনোয়ারা (৩৫), বনপ্রহরী মমিনুল ইসলাম (৫৬), নূর মুহাম্মদ (৪০), নাজমা (৫৫) ও আব্দুল খালেক (৬০)। এদের ঢাকায় পাঠানো হয়েছে।

বাকিরা হলেন– সজিব (৩২), রাব্বি হাসান (১৬), আবু হানিফ (৪০), আবু তালেব (৬৫), বীর মুক্তিযোদ্ধা এসহাক আলী (৭০), আনজুম (৩) ও সালমান (২৬। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরএমও মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পর থেকে ওই সব রোগী ধাপে ধাপে হাসপাতালে আসতে থাকেন। বিকেল পর্যন্ত মোট ২১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে যাদের শরীরে গভীর ক্ষত হয়েছে, তাদের ১৪ জনকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img