প্রবাহ ডেস্ক :
আজ থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা। ৬ দিনে এই মূল্যবান পুরস্কার ঘোষণা করা হবে।
আগামী (১৪ অক্টোবর) পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।
সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আজ চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামীকাল (৮ অক্টোবর) পদার্থবিদ্যায় বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং (৯ অক্টোবর) রসায়ন বিভাগে বিজয়ীর নাম জানা যাবে।
পুরস্কারটি ঘোষণা করা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে। তার পরদিন জানা যাবে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম।
আর আগামী (১১ অক্টোবর) ঘোষণা করা হবে নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম। সবশেষ আগামী (১৪ অক্টোবর) জানা যাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার যাচ্ছে কার হাতে।