2:28 am, December 24, 2024

কালিহাতীতে ইউএনওকে ফোন, নিজের বাল্যবিবাহ বন্ধ করলো স্কুলছাত্রী

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় খিলদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজেই ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে।

রোববার (৬ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে ফোন করে।

পরে, ফোন পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন কালিহাতী পৌরসভার সিলিমপুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাল্যবিবাহ বন্ধ করে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেন।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানায়, তাকে জোর করে তার বাবা-মা বাল্যবিবাহ দিচ্ছেন এবং তিনি পড়াশোনা করতে চান বলে সাহায্য চান।

এরপর আমি তাদের বাড়িতে গিয়ে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাই এবং স্থানীয় সাবেক কাউন্সিলরের উপস্থিতিতে শিক্ষার্থীর মায়ের সাথে কথা বলে বিবাহটি বন্ধ করে দিয়ে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেই।

তিনি আরও জানান, যদি ওই শিক্ষার্থীর মা-বাবা পরবর্তীতে তাকে স্কুলে না পাঠিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বাল্যবিবাহের আয়োজন করেন তা হলে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img