প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস চাপায় মহিউদ্দিন আকন্দ (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন আকন্দ কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের আনোয়ার হোসেন আকন্দর ছেলে।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া নিশ্চিত করে জানিয়েছেন স্বজনরা নিহত মহিউদ্দিনের লাশ বাড়িতে নিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এলেঙ্গা দিকে যাচ্ছিলেন। কালিহাতী উপজেলা চরভাবলা এলাকায় পৌঁছালে বাসের চাপায় মহিউদ্দিন গুরুত্বর আহত হয়।
এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মহিউদ্দিন মারা যায়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার (এসআই) আবিদ হোসেন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আহত মহিউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়। দুপুরের পর জানতে পারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।