8:27 am, December 24, 2024

আতঙ্কে নিপুন, ভয়ে বের হচ্ছেন না বাসা থেকে

প্রবাহ ডেস্ক :

ঢাকাই সিনেমার সমালোচিত নায়িকা নিপুণ আক্তার। ২০০৬ সালে চলচ্চিত্রে আসেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বদলে যায় নিপুনের জীবন।

শেখ সেলিমের ছত্রছায়ায় একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন। বাগিয়ে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

গত (৫ আগস্টের) পর গত স্বৈরাচার সরকারের পক্ষে বেশ কয়েকটি পোস্ট করেন তিনি।

শেখ হাসিনার পতনের পর অনেক তারকাই আত্মগোপনে কিংবা লুকিয়ে আছেন। তাদের মতো নিপুণও আত্মগোপনে। ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন নিপুণ।

এ দিন সকাল ৯টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিতর্কিত এ নায়িকা। সেখানেও নাকি বাঙালি কমিউনিটির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না তিনি।

জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত নিপুণকে। শুধু তাই নয়, শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। এমনকি সেই জোরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে তার একক সিদ্ধান্তেই চলত সমিতি।

নিপুণের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নিপুণের সহসা দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। কারণ, দেশে ফিরলে তোপের মুখে পড়তে পারেন তিনি। যেখানে রয়েছেন সেখানকার বাঙালি কমিউনিটির ক্ষোভের মুখেও রয়েছেন তিনি। আপাতত বাসা বন্দি রয়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img