11:30 pm, December 24, 2024

টাঙ্গাইলে একতা টাওয়ারের নির্মাণ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইল পৌর শহরে নির্মাণাধীন একতা টাওয়ারের শ্রমিকদের উপর হামলা-মারপিট, ভাঙচুর ও চাঁদা দাবির প্রতিবাদে ভবন মালিকরা মানববন্ধন করেছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের ময়মনসিংহ রোড সাবালিয়া এলাকায় অবস্থিত একতা টাওয়ারের সামনে টাওয়ারের শেয়ার হোল্ডার,নির্মাণ শ্রমিক ও সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

এর আগে এ ঘটনায় ১০/১২ জনকে আসামী করে একতা টাওয়ারের পরিচালক টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন, একতা টাওয়ারের সভাপতি মঞ্জুরুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।

এ সময় তারা বলেন, আমরা টাঙ্গাইল অঞ্চলের ৯৭ জন বিভিন্ন পেশার কর্মজীবী একত্রে ময়ময়নসিংহ রোড সাবালিয়া এলাকায় একতা টাওয়ার নামের একটি বহুতল ভবন নির্মাণ করিতেছি।

সম্প্রীতি স্থানীয় ১০/১২ জন লোক এসে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিয়া কাজ করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। দাবিকৃত টাকা না দেওয়ায় গত (১৬ অক্টোবর) সন্ধ্যায় ওই লোকজন এসে ভবনের নির্মাধীন শ্রমিকদের মারপিটসহ ভাংচুর করে।

পরে, টাওয়ারের পরিচালক রফিকুল ইসলাম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন। আমরা ওই চাঁদাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমুল শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, অবিলম্বে ওই ব্যক্তিদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করলে পরবর্তীতে আরো বড় আকারে কর্মসুচির ঘোষনা দেন তারা।

এ সময় একতা টাওয়ারের সদস্য আলমগীর হোসেন, হাফিজুর রহমান শাহীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মাহমুদুর রহমান মাসুদসহ শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img