প্রবাহ ডেস্ক :
“ছাত্র-জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাফিসা আক্তার, জেলা ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা আক্তার, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদসহ নিরাপদ সড়ক চাই আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।