প্রবাহ ডেস্ক :
উৎসব মুখোর পরিবেশে টাঙ্গাইল পৌর সভার (২নং) ওয়ার্ডে ঐতিহ্যবাহী বৈল্লা বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে বৈল্লা বাজারের বর্নালী যুব সংঘ প্রতিষ্ঠানে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে,চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
সরেজমিনে, বৈল্লা বাজারে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট গ্রহন চলছে। এলাকার গন্যমান্য লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রার্থীরা ভোটার কাছে ভোট প্রার্থনা করছে, পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিচ্ছে।
জানাগেছে, সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, কার্যকরী সদস্য পদে ৮জন, সহ-সম্পাদক পদে ৫জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ পদে সরোয়ার হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.শাকিল আহম্মেদ, দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন হাসমত, প্রচার সম্পাদক পদে মো. হাফিজুর রহমান, হিন্দু বিষয়ক সম্পাদক পদে সুবাস চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন-কৃষ্ণ চন্দ্র ঘোষ, মজিবর রহমান ও বিষ্ণ পদ সরকার।
নির্বাচন কমিশনার কৃষ্ণ চন্দ্র ঘোষ জানান, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এ বাজারে মোট ভোটার সংখ্যা ১৪৫ জন।