2:30 am, December 24, 2024

কালিহাতীতে বর্ষাকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি :

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর মাঠে বর্ষাকালীন ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ইং এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সহদেপুর ইউনিয়নের সহদেপুর মাঠে, ফুটবল খেলার আয়োজন করে স্থানীয়রা।

এ সময় খেলায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সহদেপুর ইউনিয়ন পরিষদ বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ।

সিজন ৮ এ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন অ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন।

উক্ত খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ২.০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু সার্জারী বিভাগ, ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার।

আরো উপস্থিত ছিলেন, বিএনপির ৭ নং সহদেবপুর ইউনিয়ন পরিষদের সহ-সভাপতি ও ১ নং ওয়াড এর সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল বাছেদ মিয়া, কালিহাতী পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক, ১নং ওয়ার্ড এর সহ-সভাপতি সাবেক ইউপি জনাব মোঃ আবু ছালাম। প্রধান সঞ্চালক বিশিষ্ট সমাজসেবক মোঃ আশরাফুল আলম।

বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামছুজ্জামান রেজভী (অমিত), ৩নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য পরিতোষ চন্দ্র পাল।

প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক পরিতোষ চন্দ্র পাল, মোঃ হযরত মন্ডল, পরিতোষ চন্দ্র পাল, বরেণ্য অতিথিবৃন্দ সাবেক সহ-সভাপতি, গাজীপুর জেলা ছাত্রদল, মোঃ ফরহাদ হোসেন, এডভোকেট, গাজীপুর জর্জকোর্ট মোঃ আপেল মাহমুদ অপু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সুরুজ্জামান খান।

খেলায় সার্বিক সহযোগিতায করেন হদেবপুর গ্রামবাসীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img