7:47 am, December 24, 2024

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনীতিকদের কাছে বৈষম্যবিরোধী নেতারা

প্রবাহ ডেস্ক :

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দিতে রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত মত গড়ে তুলতে কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার (২৫ অক্টোবর) সংগঠন ২টির নেতারা বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ও জামায়াতের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। এই বৈঠককে ‘অনানুষ্ঠানিক’ হিসেবে দাবি করেছেন নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে তাদের (বিএনপি) সাথে আমাদের একটা ইনফরমাল মিটিং ছিলো।

সেখানে তারা যে বলেছিলো, রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক শঙ্কট তৈরি হবে, সেটি নিয়ে আমাদের কথা হয়েছে।

উমামা উল্লেখ করেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছি কীভাবে অপসারণ করা যায়। এই বিষয়ে তারা তাদের পয়েন্ট তুলে ধরেছে, আমরা আমাদের পয়েন্ট তুলে ধরেছি। তাদের একটা আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি।

অন্য কোনো ইস্যু নিয়ে বিএনপির সাথে মিটিংয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটাই (রাষ্ট্রপতির অপসারণ) মূলত আলোচনার বিষয় ছিল। অন্য তেমন কোনো ইস্যু ছিলো না।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

এদের মধ্যে ছিলেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন, সামান্তা শারমিন, আরিফ সোহেল, আবদুল হান্নান মাসউদ ও উমামা ফাতেমা।

শুক্রবার এই দুটো সংগঠনের নেতারা জামায়াতের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। তবে বৈঠক সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

জামায়াতের সাথে আলোচনার বিষয়ে জানতে চাইলে উমামা ফাতেমা জানান, সেটি নিয়ে হাসনাত আবদুল্লাহরা ভালো বলতে পারবেন।

পরে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম, আবদুল কাদের, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদসহ বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

আগামী কয়েকদিনের মধ্যে গণতন্ত্র মঞ্চের সাথেও বৈঠক করবে সংগঠন দুটি। ইতোমধ্যে একটি ডেট ছিলো বৈঠকের, যেটি অনুষ্ঠিত হয়নি।

মঞ্চের একাধিক নেতা মনে করেন, বিএনপি ইতোমধ্যে সাংবিধানিক সংকটের বিষয়টি উল্লেখ করেছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জানানো হয়েছে। রাষ্ট্রপতি অপসারণে রাজনৈতিক অভিসন্ধি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো কোনোভাবে অস্থিরতা দেখতে চাইবে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img