1:43 am, December 24, 2024

আগামী ১ নভেম্বর শহীদ স্মৃতি টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইল স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ স্মৃতি টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী (১ নভেম্বর) শুক্রবার সকাল ১০টায় শুরু হচ্ছে। শেষ মুহুর্তে চলছে ক্রিকেট খেলোয়াড়দের নিরবিচ্ছিন্ন অনুশীলন।

টাঙ্গাইল ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে উদ্বোধনী দিনে ইয়ং স্পোটিং ক্লাব বনাম আরামবাগ ক্লাব মুখোমুখি হবে।

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা ও ওয়ালটনের সহযোগিতায় দীর্ঘদিন পর জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্টে ইয়ং স্পোটিং ক্লাব বনাম আরামবাগ ক্লাব মুখোমুখি হবে।

দীর্ঘদিন পর জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করবে। ‘ক’ গ্রুপে ইয়ং স্পোটিং ক্লাব, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ ক্লাব এবং ‘বি’ গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখিপুর ক্রিকেট এলিভেন, কালিহাতী গ্রীণ ওয়ারিয়র্স ও আমেনা স্পোর্টস হাউস। গ্রুপ পর্বের খেলাশেষে ২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৪টি সেমিফাইনালে মুখোমুখি হবে।

টাঙ্গাইল ক্রিকেট খেলোয়াড় সমিতির সভাপতি ও বাংলাদেশ (অনুর্ধ্ব-১৯)বিশ্বকাপে অংশগ্রহনকারী ক্রিকেট অলরাউন্ডার আবু নাসের মানিক বলেন, সারা দেশে ফুটবলের তুলনায় টাঙ্গাইলের ক্রিকেট অনেক পিছিয়ে আছে।

টাঙ্গাইলের ক্রিকেট উন্নয়নের জন্য নিয়মিত প্রতিযোগিতা মূলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করাই আমাদের লক্ষ্য। প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলা থেকে টাঙ্গাইলে ক্রিকেট প্রতিভা উঠে আসবে এবং তারাই বাংলাদেশ জাতীয় দলে টাঙ্গাইল জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে আমরা আশাবাদী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img