2:16 am, December 24, 2024

এস্পানিওলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা

প্রবাহ ডেস্ক :

ম্যাচের আগে এস্পানিওলের কোচ হুমকি দিয়েছিলেন, বার্সালোনাকে হারাবেন। কোচের কথা রাখতে চেষ্টা করলেন শিষ্যরা। তবে হ্যান্সি ফ্লিকের কৌশলের কাছে মার খেয়ে গেলেন, বার্সেলোনার ‘হাইলাইন’ ডিফেন্সের ফাঁদে পড়ে বাদ গেল দুই গোল।

বিপরীতে তিনবার জাল খুঁজে নিলো বার্সেলোনা। আর তাতেই লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালানরা।

রোববার (৩ নভেম্বর) অলিম্পিক স্টেডিয়ামে দলের জয়ে জোড়া গোল করেছেন দানি অলমো, অন্য গোলটি করেছেন রাফিনহা। এস্পানিওলের হয়ে ব‍্যবধান কমিয়েছেন হাভি পুয়াদো।

ম্যাচের শুরুতে স্পেনে বন‍্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় খেলা। দশ মিনিটের মধ্যেই প্রথম আক্রমণ করে বার্সেলোনা।

অষ্টম মিনিটে লাফিয়েও হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ওলমো। দুই মিনিট পর গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img