প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের আগামী তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।
এতে রুহুল আমিনকে সভাপতি ও মোহাম্মদ খালেকুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) কেন্দ্র থেকে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এর আগে গত ২ নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল।
কিন্তু কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কমিটি অন্যান্যরা হলেন- সহ সভাপতি মোকাদ্দছ আলী খান, আব্দুল মালেক খান, যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সহ- সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মামুন, অর্থ সম্পাদক ফারহানুল কবির, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, প্রচার-প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদৎ হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনামুল করিম, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক, মহিলা সম্পাদক নিপা আক্তার, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরোয়ার হোসাইন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন।