প্রবাহ ডেস্ক :
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা ছিল আওয়ামী লীগের বড় ভুল।
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে তার দল আগ্রহী বলেও জানান তিনি।
রোববার লন্ডন ভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এটা দলের নয় ব্যক্তিগত অভিমত বলেও জানান তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সব সময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার পথে হেঁটেছে। তারপরও তাদের নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের ব্যর্থতা।
রাজনৈতিক দল নিষিদ্ধ করা ও রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির অবস্থানের সাথে একমত পোষণ করেন ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়, এটা সবাইকে মাথায় রাখতে হবে।
সরকার পতনের পর থেকে লাপাত্তা সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ।