প্রবাহ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কালিহাতীর শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া ও আগামীর ছাত্র রাজনীতি ও গ্রিন বাংলাদেশ বিনিমার্ণে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে শাজাহান সিরাজ কলেজে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাজাহান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলাম আকাশ, আল মামুন।
মতবিনিময় শেষে কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়াল প্রফেসর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক আ.ন.ম শাফিউল্লাহ, কালিহাতী উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন সহ শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।