প্রবাহ ডেস্ক :
ভারতে শিশুসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করার পরে স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) স্বরূপনগর তারালি ও দোবিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় দায়িত্বরত বিএসএফ সদস্যরা এক শিশু, তার বাবা-মাসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে স্বরূপ নগরথানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
শনিবার (৯ নভেম্বর) সকালে বসিরহাট ওই অভিযুক্তদের মহকুমা আদালতে পাঠায়। তাদের দু’জনের গ্রামের বাড়ি নড়াইল জেলায় অন্যজনের নাম আবু রাইয়ান তার বাড়ি সাতক্ষীরা জেলায়।
এর আগে, ২৩ অক্টোবর ভারতের বিভিন্ন অঞ্চলে আলাদা অভিযান চালিয়ে ৩৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। সোমবার পুনে জেলার রঞ্জনগাঁও এলাকা থেকে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৪ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ২জন রয়েছেন। তাদের বেশিরভাগই রঞ্জনগাঁও এমআইডিসি-র কারেগাঁও এলাকায় নির্মাণ স্থাপনায় শ্রমিক হিসেবে কাজ করতেন।