1:24 am, December 24, 2024

টাঙ্গাইলে বিক্ষুদ্ধ নাট্যকর্মী প্রতিবাদ সমাবেশ

প্রবাহ ডেস্ক :

ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়া এবং শিল্পকলায় প্রতিবাদ সভায় নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে টাঙ্গাইলের বিক্ষুদ্ধ নাট্যকর্মীদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নাট্য নির্দেশক জাকির হোসেন, করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) নাট্য সম্পাদক শাহ মেহেদী সুমন, নগর নাট্যদলের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, অধ্যাপক দেবশীষ দেব প্রমুখ।

মানববন্ধনটি সঞ্চালনা করেন নাট্য নির্দেশক সাম্য রহমান। এ সময় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনতা অংশ নেয়।

বক্তারা ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানান।

এ ছাড়াও শিল্পকলায় প্রতিবাদ সভায় মামুনুর রহমানসহ নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img