1:04 am, December 24, 2024

উপদেষ্টা হলেন ফারুকী, আলোচনায় তিশা

প্রবাহ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোবাবর (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা হিসেবে ফারুকী আলোচনায় আসার পর থেকেই তিশার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু করে। রীতিমতো ভাইরাল বনে যান এই অভিনেত্রী।

বিশেষ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ছবিগুলো শেয়ার করছেন অনেকেই।

ফারুকী শপথ নেওয়ার পর ফেসবুকে ফারুকী-তিশাকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচনা করা হলেও অনেকে বিপ্লবী সরকার হিসেবে বিবেচনা করেন। এই সরকারে আওয়ামী লীগের মতাদর্শ বা সুবিধাভোগী কেউ নেই। এই ক্ষেত্রে ব্যতিক্রম শুধু ফারুকীর পরিবার।

তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এটি আওয়ামী শাসন আমলে সবচেয়ে ব্যয়বহুল একটি সিনেমা। এই সিনেমায় রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা।

এই সিনেমার বিভিন্ন ছবি ফেসবুকে শেয়ার দিয়ে অনেকেই বলছেন, মুজিবের স্ত্রী চরিত্রে অভিনয় করা তিশার স্বামী কিভাবে বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারে।

এর পরপরই তিশা-ফারুকীর সঙ্গে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তিশা ফোন নিয়ে সেলফি তুলছেন অন্যদিকে, পলকের ঘাড়ে হাত রেখে হাস্যোজ্জ্বল পোজ দিচ্ছেন ফারুকী। সামাজিক মাধ্যমে ছবিগুলো রীতিমতো ঝড় তুলেছে। ফেসবুক অ্যাক্টিভিস্টরা রীতিমতো ছবিগুলো নিয়ে নানা মন্তব্য ছুড়ে দিচ্ছেন।

শুধু তাই নয়, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের কারণে আরিফিন শুভর প্লট বাতিল হলে তিশার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী কিভাবে উপদেষ্টা পরিষদে জায়গা পায়।

এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এ ব্যাপারে ফারুকী ও তিশা কোনো মন্তব্য করেনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img