9:40 pm, December 23, 2024

বাসাইলে নজরুল মেম্বারের জানাজা সম্পূর্ণ

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামের নজরুল ইসলাম মেম্বারের জানাজা ও দাফন সম্পূর্ণ হয়েছে। 

আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।

গতকাল বুধবার রাত ৭ টা ২০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর অসংখ্য মানুষ তাকে শেষবারের মতো একবার দেখতে আসেন এবং অশ্রু ফেলেন।

জানাজা নামাজে নজরুল ইসলাম মেম্বারের ভাতিজা শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, নজরুল ইসলামের ছোট ভাই ডা. সোলায়মান হুসাইন, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর হেল্লাল মিঞা, নজরুল ইসলাম মেম্বারের ছেলে জান্নাতুল ফেরদৌসসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নজরুল ইসলাম কাউলজানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুইবারের সাবেক মেম্বার ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img