প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আনোয়ার হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুজন।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীর ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হাঁড়িঙ্গাচালা গ্রামের মৃত মজুর আলীর ছেলে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার (ওসি) নান্নু খান জানান, এলেঙ্গা থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি সিএনজি দুপুর ১২টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ইছাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএজির এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন চালক ও অপর অপর যাত্রী। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।