প্রবাহ ডেস্ক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৪টি লিফটের মধ্যে দিনের বেলা ২টি লিফট বন্ধ থাকে। এতে দিনের বেলা ভোগান্তিতে পরতে হচ্ছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ হলে ৪টি লিফট থাকলেও একটি সবসময় বন্ধ থাকে। যে ৩টি লিফট চালু থাকে সেগুলোর কোনোটিরই সেন্সর ঠিকমতো কাজ করে না।
এতে ভোগান্তিতে পরতে হয় শিক্ষার্থীদের। এছাড়া লিফট দিয়ে উঠা নামা করতে হলে দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময়। যা শিক্ষার্থীদের মনে ক্ষোভ সৃষ্টি করছে। বিশেষ করে এই সমস্যা ক্লাস চলাকালীন ও শুক্রবার নামাজের সময় বেশি লক্ষ্য করা যায়।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন ধরে হলের ২টি লিফট চালু আছে। ক্লাস বা অন্যান্য কাজে যাওয়ার সময় লিফটের সামনে অনেক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যা আমাদের সময় নষ্ট করে। এছাড়া লিফটের সেন্সর ঠিকমতো কাজ না করায় অনেক সময় সমস্যায় পরতে হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর তারিফুল ইসলাম জানান, রাতে সার্বক্ষণিক লিফট চালু রাখার জন্য একটি লিফট দিনে বন্ধ রাখা হয় যাতে রাত্রিবেলা শিক্ষার্থীদের কোনো ভোগান্তিতে পরতে না হয়। টেকনিক্যাল ত্রুটির কারণে অন্য একটি লিফট বন্ধ আছে। আমরা টেকনিশিয়ানদের সাথে কথা বলেছি খুব দ্রুত লিফটটি ঠিক করে দেয়া হবে।