প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বয়োজ্যেষ্ঠ এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের আঠারোদানা-শেখশিমুল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদেম আলী (৭০) উপজেলার শেখশিমুল গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধায় খাদেম আলী রাস্তা পার হয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পাশ্ববর্তী কাইজালীপুর গ্রামের রফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বৃদ্ধের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান এবং মোটরসাইকেল আরোহী কাইজালীপুর গ্রামের রফিকুল ইসলামকে(৫৫) স্থানীয়রা উদ্ধারকরে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় (৬ নং) ইউপি সদস্য ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে বৃদ্ধ নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।