10:20 pm, December 23, 2024

মধুপুরে বিনিময় গাড়ির সিন্ডিকেট ভাঙতে ছাত্রজনতা অবরোধ কর্মসূচী পালন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অটো, সিএনজি, মাহিদ্রা ও বাস চালকরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনিক প্রঙ্গাপন অমান্য করায় এবং বিনিময় গাড়ির সিন্ডিকেট ভাঙার লক্ষে ছাত্র জনতা অবরোধ কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল তিনটা থেকে ৫ ঘটিকা পর্যন্ত উপজেলার আনারস চত্বর মহাসড়কে এ অবরোধ কর্মসূচী পালন করে।

এ সময় ছাত্রজনতা উপজেলার আনারস চত্বর ও মূল চারটি মহা সড়ক অবরোধ করে রেখে দেয় এবং অগ্নি জ্বালিয়ে প্রতিবাদ করে।

এ অবরোধ কর্মসূচীতে ছাত্রজনতার পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর শাখার অন্যতম কর্মী এবং ছাত্র অধিকার পরিষদ মধুপুর শাখার সভাপতি জনাব আরিয়ান খান অনিক উপজেলা নির্বাহী অফিসারকে সামনে রেখে নিম্নক্ত দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হচ্বিছে. বিনিময় গাড়ির সিন্ডিকেট ভাংগার লক্ষে এবং বেপরোয়া গতির কারণে অসংখ্য প্রাণহানি রোধে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাস মালিক ও ছাত্র জনতার সাথে বৈঠকের ব্যবস্থা করে সমাধান করতে হবে।

যানজট নিরসনে অটো, সিএনজি, মাহিন্দ্রা ট্রাক ও বাস চালকদের প্রতি যে “প্রশাসনিক প্রঙ্গাপন” জারী করা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে এবং কোন্ শক্তির ভয়ে বাস্তবায়নে ব্যর্থতা জানাতে হবে।

যানজট নিরসনে প্রশাসনিক প্রঙ্গাপন বাস্তবায়ন করার লক্ষে ছাত্রজনতাকে সাথে নিয়ে কমিটি গঠন করার অনুরোধ করা হয়েছে। শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে অটো, সিএনজি, মাহিন্দ্রা, ট্রাক, বাস ড্রাইভারদের কাছ থেকে রাস্তাঘাটে কোন প্রকার চাঁদা নিতে পারবে না।

অবরোধ চলাকালে উপজেলার নির্বাহী অফিসার জনাব জুবায়ের হোসেন উপস্থিত হয়ে ছাত্র জনতার দাবী আদায়ের লক্ষে বিনিময় গাড়ির সিন্ডিকেট ভাঙা এবং যানজট নিরসনে প্রশাসনিক প্রঙ্গাপন বাস্তবায়ন করার আস্বাস দিয়ে ছাত্র জনতাদেরকে নিয়ে জরুরী বৈঠকের ব্যবস্থা করবেন বলে জানান।

এ সময় বক্তব্যে ছাত্র আন্দোলনের মধুপুর শাখার কর্মীরা বিনিময় গাড়ির সিন্ডিকেট না ভাঙলে মধুপুরের মহাসড়ক দিয়ে বিনিময় গাড়ি চলতে দেওয়া হবে না এবং আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি প্রদান করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img