10:34 pm, December 23, 2024

মধুপুরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ৫ দিনের রিমান্ডে

প্রবাহ ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ৫ দিনের রিমান্ডের জন্য টাঙ্গাইলের মধুপুরে আনা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কঠোর নিরাপত্তায় তাকে টাঙ্গাইল কারাগার থেকে মধুপুর থানায় নিয়ে আসা হয়।

গত (৪ আগস্ট) টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মধুপুরের জাহিদ হাসানের করা মামলায় তাকে রিমান্ডে আনা হয়েছে।

জানা যায়, গত (১৪ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ড. আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে।

পরে আব্দুর রাজ্জাককে ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে (১১ নভেম্বর) প্রথমে টাঙ্গাইলের মধুপুর আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় তাকে রিমান্ডে আনে মধুপুর থানা পুলিশ।

এ বিষয়ে টাঙ্গাইলের মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ৫ দিনের রিমান্ডের জন্য মধুপুর থানায় আনা হয়েছে।

টা/প্র/অন্তু/(২১নভেম্বর)।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img