প্রবাহ ডেস্ক :
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে ব্যঙ্গবিদ্রূপের শিকার হয়েছিল পাকিস্তান। তবে ৪৮ ঘণ্টার ব্যবধানে জবাবটা সেই দলটিই দিল দুর্দান্তভাবে।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সাইম আইয়ুব ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
বুলাওয়েতে মঙ্গলবার টস হেরে বল হাতে নিয়ে শুরু থেকেই জিম্বাবুয়েকে চেপে ধরে পাকিস্তান। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে স্বাগতিকদের মাত্র ১৪৫ রানে গুটিয়ে দেয় তারা। জবাব দিতে নেমে শুরু থেকেই স্বাগতিকদের বোলারদের ওপর ঝড় তোলেন সাইম আইয়ুব।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ৫৩ বলে। তার ঝোড়ো সেঞ্চুরির দিন পাকিস্তান ম্যাচ জিতল ১৯০ বল হাতে রেখে ১০ উইকেট। পাকিস্তান-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। ৩.৫ ওভারে ২ উইকেটে ২৩ রানে পরিণত হয় স্বাগতিকেরা। এখান থেকে তৃতীয় উইকেটে ৫১ বলে ৩৮ রানের জুটি গড়েন আরভিন ও দিওন মায়ার্স।
১৪তম ওভারের তৃতীয় বলে মায়ার্সকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন আগা সালমান। আরভিনকেও দ্রুত ফিরিয়েছেন সালমান। দ্রুত ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ৪ উইকেটে ৬৮ রান।
জিম্বাবুয়ে এরপর দিশা খুঁজে পায় মিডল অর্ডারের ব্যাটিংয়ে। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ২৯ ও ২৪ রানের দুটি জুটি গড়তে অবদান রেখেছেন শন উইলিয়ামস। যেখানে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে উইলিয়ামসের সঙ্গী ছিলেন সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট।
এখান থেকে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন মায়ার্স। ৩০ বলে ৬ চার মারেন জিম্বাবুয়ের এই ব্যাটার।
পাকিস্তানের আবরার আহমেদ নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডে অভিষেকে আবরার বোলিং করেছেন ৮ ওভার। ২ ওভার মেডেন দিয়েছেন।