10:05 pm, December 23, 2024

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মীর আকবর হোসেন (৬৫) নামের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার কীর্ত্তনখোলা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মীর আকবর হোসেন উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মৃত মীর আয়েত আলীর ছেলে ও কেজিকে উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সখীপুর সিডষ্টোর সড়কের কীর্ত্তনখোলা চৌরাস্তা বাজারে গরু বহনকারী একটি ট্রাক মীর আকবর হোসেন কে পিছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন এ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img