10:24 pm, December 23, 2024

কালিহাতীতে যুবলীগ নেতা গ্রেফতার

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সোহেল রানা কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

সোহেল রানা কালিহাতী উপজেলার বিল পালিমা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, বিগত পৌরসভা নির্বাচনের সময় কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img