9:51 pm, December 23, 2024

পরিবারের জিম্মায় মুক্ত সাংবাদিক মুন্নী সাহা

প্রবাহ ডেস্ক :

প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে, তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সে সব মামলায় তাকে আদালত থেকে জামিন হতে নিতে হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার( ডিবি) রেজাউল করিম মল্লিক রাইজিংবিডিকে বলেন, ‘‘মুন্নি সাহার বিরুদ্ধে চারটি মামলা আছে। সেই মামলায় তাকে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নিতে হবে। যেহেতু তিনি প্যানিক অ্যাটাকের শিকার এবং নারী সাংবাদিক এসব বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনতার তোপের মুখে প্যানিক এটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে, চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এর আগে, তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এ নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। সেখানে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে নিহত হন শিক্ষার্থী নাঈম হাওলাদার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় মুন্নি সাহাসহ ৭ সাংবাদিকসহ আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘসময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। বর্তমানে ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img