7:48 pm, December 23, 2024

পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা ঘাটাইলের আরিফের পুরো শরীর

প্রবাহ ডেস্ক :

বৈষম্যের শিকল ভাঙতে ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে ছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে হতদরিদ্র আরিফ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা আরিফ হোসেনের পুরো শরীর। প্রায় ২ মাস চিকিৎসা নিয়ে এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন।

স্থানীয় ধলাপাড়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আরিফের পেছন দিক থেকে গুলি লেগে বুকের পাঁজর ভেদ করে বের হয়ে যায়।

এতে দীর্ঘদিন হাসপাতালে থাকলেও এখনো শঙ্কা কাটেনি তার। প্রতি মাসে তিনবার যেতে হয় চেকআপ করতে। এতে করে চিকিৎসার ব্যয়বার বহন করতে হিমশিম খাচ্ছেন আন্দোলনে আহত আরিফ হোসেনের পরিবার।

জানা গেছে, ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আরিফ হোসেন। গত ১৯ জুলাই ঢাকার উত্তরা বোনের বাসায় বেড়াতে যান তিনি। ২০ জুলাই বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিভিন্ন সড়ক দিয়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন।

এ সময় আরিফ হোসেন তার বন্ধুদের সঙ্গে সংযুক্ত হন আন্দোলনে। মিছিলে পুলিশ বাধা দেয় পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়ে। ছোড়া গুলি পিঠ বিদ্ধ হয়ে বুকের পাঁজর ও ডানা ভেদ করে বেরিয়ে যায় গুলি। এমন সময় সড়কে লুটে পড়েন তিনি। এরপর সহযোদ্ধা বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আবুল হাশেম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁচা-মরার সঙ্গে যুদ্ধ করে আরিফ কোনোমতে বেঁচে থাকলেও দরিদ্র সংসারটা কেমনে চলবে জানা নাই। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে তার জীবনে যেন নেমে এসেছে আরও চরম বিপর্যয়।

তাই আরিফ পুরোপুরি সুস্থ হলে তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের নিকট আবেদন জানাই।

আরিফের মা বলেন, আমি বাড়ি-বাড়ি কাজ করে খুব কষ্ট করে দুইটা ছেলেকে পড়াশোনা করাইছি। আরিফের জন্মের ৭ মাস পর ওর বাবা মারা যায়। এই সংসারটা স্বামীকে হারিয়ে দুটি সন্তানকে নিয়েই যেন আমার স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে পুলিশ গুলি করেছে।

তিনি আরও বলেন, এই কষ্টের সংসারে ওষুধ কি না দিতে পারি না। আমরা খুবই অসহায় অবস্থা আছি। যদি কেউ আমার ছেলেকে সহায়তা করত। তাহলে আমার ছেলের চিকিৎসা করাতে যাতায়াতের যে খরচটা সেটি হয়তো মিটে যেত। তা না হলে বাকি চিকিৎসা থমকে যাবে। আমার ছেলের জীবনটাও থমকে যেতে পারে।

আহত আরিফ হোসেন বলেন, আমি আমার বন্ধুদের সঙ্গে আন্দোলনের যোগ দেই। উত্তরা ৭ নম্বর সেক্টরে তিনজন পুলিশ এসে বাধা দেয়। বাধা উপেক্ষা করে উত্তরা ১৭ তে রওনা হই। এমন সময় একজন পুলিশ ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশের বহর চলে আসে। আসার সঙ্গে সঙ্গে এলোপাতাড়ি আমাদের ওপর গুলিবর্ষণ করে।

এতে আমার পেছন দিক থেকে বুকের বাম পাঁজর দিয়ে গুলি বের হয়ে যায়। এরপর বন্ধুরা হাসপাতালে ভর্তি করে। সেখানে আমার তিনটি সার্জারি হয়। বুকের রক্ত বের করার জন্য তারপর খাদ্যনালিতে অপরটি ফুসফুসে আঘাত আসার কারণে ফুসফুসে একটি সাইট কেটে ফেলা হয়।

তিনি আরও বলেন, আন্দোলনে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসার ব্যয় প্রায় ২ লাখ টাকা হয়েছে। এ ছাড়া আমি কোনো ধরনের সরকারি অথবা বেসরকারি কোনো আর্থিক সহায়তা পাইনি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা চিকিৎসার খরচ ফ্রি করে দিলে আমার হাসপাতালে আর কোন খরচ হয়নি।

কিন্তু হাসপাতাল থেকে যাদের ছুটি দিয়েছে তাদের খরচ করতে হয়। চিকিৎসার জন্য আমার মাসে প্রায় দুই থেকে তিনবার ঢাকা হাসপাতালে যেতে হয়।

আরিফ হোসেন আরও বলেন. সেখানে যাতায়াত বাবদ এবং ওষুধ কেনা বাবদ যে খরচ হয় সেটি জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন আমাকে যাতায়াত বাবদ ও চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করে আমাকে স্থায়ী একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানাই।

ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন সরকারিভাবে তালিকা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে সেসব পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img