10:13 pm, December 23, 2024

শাহরুখের গানে পারফর্ম করলেন লিপা, অভিভূত সুহানা

প্রবাহ ডেস্ক :

গায়িকা ডুয়া লিপার কনসার্ট ছিল মুম্বাইতে। সেখানে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। আর সেই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভেসে গেল আপামর জনগণ। বিশেষ করে বলিবাদশাহ শাহরুখ ভক্তরা। বাদ গেলেন না কিং খানের কন্যা  অভিনেত্রী সুহানা খানও।

এ দিন নিজের গানের সঙ্গে মিলিয়ে দেন শাহরুখ খানের ছবির গান ও লড়কি জো। আর তারপরই গায়িকার কাণ্ড দেখে অভিভূত হন সুহানা খান।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩০ নভেম্বর) মুম্বাইতে ছিল জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানেই ডুয়া লিপা তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের ছবি থেকে ও লড়কি জো গানটির ম্যাশাপ বাজান।

প্রসঙ্গত, এই ম্যাশাপটি তার এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। সেটার থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো তিনি এদিন এ গানটি পারফর্ম করেন। আর সেই পারফরম্যূান্সের একাধিক ভিডিও এদিন ভাইরাল হয়েছে।

শাহরুখকন্যা সুহানা খান নিজেও এই ভিডিও শেয়ার করেছেন। সুহানা এদিন ডুয়া লিপার গান শেয়ার করে একাধিক ইমোজি পোস্ট করেন। তার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে চোখে হৃদয় ইমোজিসহ পাগল হয়ে যাওয়ার, নাচার ইমোজি পোস্ট করতেও দেখা গেছে।

টুইটারে এক ব্যক্তির পোস্ট করা এ ভিডিওটি প্রায় ৪ লাখ বার দেখা হয়েছে। এক নেটিজেন লিখেছেন— কী ব্যাপক! উনি ব্যাপারটা বাস্তবে ঘটালেন ভাবতেই পারছি না। দ্বিতীয় নেটিজেন লিখেছেন—এটও সম্ভব! তৃতীয় নেটিজেন লিখেছেন—উনি দারুণ আইকনিক যে এট বাস্তবে ঘটালেন। অন্য আরেক নেটিজেন লিখেছেন— অবশেষে এ বাস্তবে ঘটল।

উল্লেখ্য, ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন, তখন তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন— আমি নতুন শর্তে বাঁচতে শিখলাম।

আর সেটি ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? কী দারুণ সুন্দরী যুবতী একজন আর ওর গলা। ওকে অনেক ভালোবাসা জানাই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img