10:09 pm, December 23, 2024

সখীপুরে জামায়াত নেতা গ্রেপ্তার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বন বিভাগের মামলায় জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল শেষে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত সোমবার রাতে ওই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে দলটির উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আল আমিন লিখিত বক্তব্যে বলেন, মনিরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বন বিভাগ কারও চাপে প্রভাবিত হয়ে তাঁর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক, হায়দার আলী, বাসাইল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে সখীপুর থানার পুলিশ জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া মনির জামায়াতে ইসলামীর সখীপুর উপজেলা শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সখীপুর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img