10:15 pm, December 23, 2024

বাসাইলে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জিওসি মাসীহুর রহমান

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষি জমিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরশনে এলাকা পরিদর্শন করেছেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।

আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার দক্ষিণপাড়া, এসআর পাড়া ও ভাট পাড়ায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয় কৃষক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। জলাবদ্ধতা নিরশনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশিদ, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খানসহ সেনাবাহিনী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, অপরিকল্পিত ভাবে বাসাইলের দক্ষিণপাড়া এলাকায় সড়ক নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এ বছর বাসাইল দক্ষিণ পাড়াসহ কয়েকটি এলাকায় সরিষা আবাদ থেকে বঞ্চিত হয়েছেন অসংখ্য কৃষক।

বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে কর্তৃপক্ষের নজরে আসে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img