10:12 pm, December 23, 2024

টাঙ্গাইলে চার দফা দাবিতে টানা ৫৫ দিন যাবত ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে চার দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে টানা ৫৫ দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা রক্ত লাগে রক্ত নিন, আমাদের দাবি মেনে নিন, দালালি না রাজপথ, স্বাস্থ্যখাতের দালালেরা হুশিয়ার সাবধানসহ নানা স্লোগান দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাব্বির, মো. সুজন মিয়া, মালা আক্তার, সোহাগী আক্তার প্রমুখ।

বক্তরা বলেন, প্রায় ১৫ বছর যাবত আমাদের পদে কোন নিয়োগ হয় না। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বেকার হয়েছে। এ ছাড়াও অনেকের সরকারি চাকরি বয়স চলে গেছে। গত (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও যদি বৈষম্য থাকে তাহলে আমাদের কি উপায় হবে। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে ২০১৭ সালে, ২০২৩ সালে আন্দোলন করেছি। গত (১৬ অক্টোবর) থেকে টানা আন্দোলন করছি।

এতে বক্তারা তাদের দাবি উল্লেখ করে বলেন, অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন করতে হবে। ⁠অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টার্নশিপ চালু করতে হবে।

প্রস্তাবিত এলাইড হেল্থ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img