9:55 pm, December 23, 2024

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রিয়াজ তালুকদারের দাফন সম্পন্ন

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের মিরকুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারকে (৮৫) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় মিরকুটিয়া মসজিদ মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। টাঙ্গাইল ও নাগরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

গার্ড অব অনার অনুষ্ঠানে নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালামস, সাবেক ডিপুটি কমান্ডার এম.এ মতিন ছামীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত (৮ ডিসেম্বর) ঢাকা এম. এইচ. শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

উলেখ্য, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার প্রাক্তন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ভাড়রা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img