9:30 pm, December 23, 2024

ফিফা দ্য বেস্ট ভিনি

প্রবাহ ডেস্ক :

কে জিতেবন ফিফা দ্য বেস্ট—ব্যালন ডি’অর জয়ী রদ্রি, নাকি ভিনিসিয়ুস জুনিয়র।  এ প্রশ্ন কয়েকদিন ধরেই ফুটবল প্রেমিদের মনে।

অবশেষে মঙ্গলবার রাতে ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের মুকুট মাথায় উঠেছে ভিনিসিয়ুসের। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে অসাধারণ ভূমিকা রাখায়ই পুরস্কারটি জিতেছেন তিনি।

গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ভিনি করিয়েছেন ১১টি গোল। ১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর নানা ফরম্যাটে রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনিও (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনি। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

এবার ব্যালন ডি’অর পাননি বলে সে কি হতাশই না হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনি। সেই হতাশা বা দুঃখ ঘুচিয়ে অবশেষে সেরার পুরস্কার জিতলেন তিনি। 

কে কোন পুরস্কার জিতলেন

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img