9:57 pm, December 23, 2024

টাঙ্গাইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন, ডিআইও-১ হারেচ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ৮০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদান রয়েছে। রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সদস্যরা সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেন। মুক্তিযুদ্ধে পুলিশের এমন অবদান জাতি সব সময়ই মনে রাখবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img